Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় বাইকের ২ আরোহী নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় বাইকের ২ আরোহী নিহত

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে সড়কে পড়ে মোটরসাইকেলের ২ আরোহী  নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের মধ্যে হৃদয় নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ইপিজেড গেটসংলগ্ন কালভার্টের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গলাচিপার বড়গাবুয়া গ্রামের মো. জালাল মৃধার ছেলে মোটরসাইকেল চালক মো. শামীম (৩৫) ও গলাচিপার গোলখালী গ্রামের আ. মালেক মোল্লার ছেলে মোটরসাইকেল আরোহী আনোয়ার মোল্লা (৪৫)।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে তিনজন মহাসড়ক দিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মেঘনা পরিবহণের একটি বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ার মোল্লা মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় চালক মো. শামীম ও হৃদয়কে উদ্ধার করে পটুয়াখালী এবং তাৎক্ষণিক বরিশালের উদ্দেশে নেওয়ার পথে পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় আরোহী আনোয়ার মোল্লা মারা যান। আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে বরিশালে পাঠানো হয়েছে। এ সময় বাসেরও ৫-৭ জন যাত্রী আহত হয়েছেন।

পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম