স্বামীকে বাবার বাড়ি রেখে প্রেমিকের হাত ধরে পালালেন তরুণী
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে দুপুরের খাবার খেয়ে স্বামীর সঙ্গে একই কম্বলের নিচে ঘুমিয়ে থাকা এক তরুণী পরকীয়া প্রেমিকের হাত ধরে পিত্রালয় ছেড়ে চলে গেছেন। স্বামী হাসমত আলী ঘুম থেকে জেগে দেখেন বিছানায় কম্বল আছে স্ত্রী নেই। সঙ্গে সঙ্গে বিষয়টি শ্বশুরবাড়ির লোকজনদের অবহিত করা হয়। সেই সঙ্গে বিষয়টি ধামরাই থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাথুলী এলাকায়।
এ সময় গ্রামবাসী জানান, বিকাল ৪টার দিকে ওই তরুণীকে (২১) ফুলু মিয়ার (২৬) সঙ্গে সিঙ্গারের দিকে মোটরসাইকেলযোগে চলে যেতে দেখেছি। তাদের দুজনেরই ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বছর দুয়েক আগে বাথুলী এলাকার এক তরুণীর সঙ্গে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার উকিয়ারা গ্রামের মোহাম্মদ ফজর আলীর ছেলে হাসমত আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ ও ঝগড়া বিবাদ লেগে আছে। এ নিয়ে বহুবার সালিশ হয়েছে। এরপরও মাঝে মধ্যেই স্ত্রীকে নিয়ে শ্বশুরালয়ে বেড়াতে আসেন হাসমত আলী।
তিন দিন আগে হাসমত আলী স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে তারা স্বামী-স্ত্রী মিলে একই কম্বলের নিচে শুয়েছিলেন। বিকাল ৪টার দিকে পরকীয়া প্রেমিক ফুলু মিয়াকে নিয়ে পালিয়ে যান ওই তরুণী।
হাসমত আলী বলেন, এ ব্যাপারে আমি ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
ওই তরুণীর বাবা বলেন, তিন-চার দিন হলো জামাই ও মেয়ে আমাদের বাড়িতে এসেছে। আমার মেয়ে এমন কাজ করবে তা কখনো কল্পনাও করতে পারিনি।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
