Logo
Logo
×

সারাদেশ

ফতুল্লায় যাত্রীবেশে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এএম

ফতুল্লায় যাত্রীবেশে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে মেহেদী হাসান (২৩) নামের এক অটোরিকশা চালককে অচেতন করে তার রিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ফতুল্লা থানার সিবু মার্কেট এলাকার সামনে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয় এবং রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। 

মেহেদী হাসান চাঁদপুর সদর উপজেলার ঢালি ঘাট এলাকার রিপন ব্যাপারীর ছেলে।

ভুক্তভোগীর শ্যালক কাউসার জানান, প্রতিদিনের মতো মেহেদী বৃহস্পতিবারও অটোরিকশা চালাতে বের হন। বিকালে কয়েকজন যাত্রী বেশে তার রিকশায় ওঠে। কিছু খাওয়ানোর পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে সিবু মার্কেট এলাকায় ফেলে রেখে দুর্বৃত্তরা রিকশাটি নিয়ে পালিয়ে যায়। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, অটোরিকশা চালককে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম