Logo
Logo
×

সারাদেশ

নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ১৪ বিজিবি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পত্নীতলা উপজেলার শীতলমাঠ সীমান্ত চৌকি (বিওপি) সংলগ্ন সীমান্ত পিলার ২৫৪/১ এর কাছ দিয়ে গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ১৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে ভোর সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে পত্নীতলা উপজেলা ঘুরকী গ্রামের মাঠ থেকে তাদের আটক করে বিজিবি সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পত্নীতলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ১৬ জনের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু।

এ বিষয়ে পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, বিজিবির হস্তান্তর করা ওই ১৬ নারী-পুরুষকে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তাদের দাবি করা পরিচয় যাচাই-বাছাইয়ের কাছ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ৩১ জুলাই ও ৭ আগস্ট ২৮ বাংলাদেশিকে নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ঠেলে পাঠায় বিএসএফ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম