Logo
Logo
×

সারাদেশ

পাবনার রাহবার খান ফুটসাল এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক

Icon

আখতারুজ্জামান আখতার, পাবনা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ এএম

পাবনার রাহবার খান ফুটসাল এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক

সংগৃহীত ছবি

বাংলাদেশ ফুটসাল দলের নেতৃত্বে নতুন ইতিহাস লিখছেন পাবনার কৃতি সন্তান রাহবার খান। বিশিষ্ট রাজনীতিক ও শিল্পপতি মরহুম আকরাম আলী খান (সঞ্জু খান) এর বড় ছেলে রাহবার দেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন।

এএফসি ফুটসাল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ২০২৬-এ খেলা অনুষ্ঠিত হচ্ছে মালেশিয়ার কুয়ান্টানে। জানা যায়, দীর্ঘদিন ধরে ফুটসালে নেতৃত্ব ও দক্ষতার পরিচয় দিয়ে আসা রাহবার খান স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার পর অধিনায়কত্ব পান। এতে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।

তারা বলছেন, রাহবার শুধু পাবনার নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তার হাত ধরে ফুটসাল খেলায় নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে।

ফুটসাল মূলত ইনডোরে খেলা মিনি ফুটবল। যেখানে প্রতি দলে পাঁচজন খেলোয়াড় অংশ নেন। ছোট আকারের শক্ত, কম বাউন্সিযুক্ত বল ব্যবহার করা হয়। দুটি অর্ধে ২০ মিনিট করে খেলা হলেও গতি, দক্ষতা ও তীব্রতায় এটি সাধারণ ফুটবলের চেয়েও উত্তেজনাপূর্ণ। দ্রুত খেলোয়াড় পরিবর্তনের সুযোগ, সীমিত ফাউল এবং নির্ধারিত শাস্তি খেলাটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। 

এই খেলা এখন বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে। এর কারণ এটি খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকগুণ বাড়িয়ে দেয়। এদিকে এএফসি ফুটসাল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ২০২৬-এ  অধিনায়ক্ত হওয়ার কৃতিত্ব অর্জনের জন্য পরিবারের পাশাপাশি পাবনা ও ঈশ্বরদীর সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।

তারা বলছেন, রাহবার খানের শেকড় পাবনার ঈশ্বরদীর পাকশী। তার সহপাঠী, শিক্ষক ও ক্রীড়াবিদরা রাহবারকে অভিনন্দন জানিয়ে বলেন, তার বাবা প্রয়াত আকরাম আলী খান সঞ্জ ছিলেন ক্রীড়ামোদী। তিনি সমাজের নানা জনহিতকর কাজসহ ক্রীড়ার উন্নয়নে যথেষ্ট পৃষ্ঠপোষকতা করতেন।

তারা বলেন, রাহবার প্রমাণ করেছে, সুযোগ পেলে বাংলাদেশের তরুণরা বিশ্ব আসরে নিজেদের যোগ্যতা তুলে ধরার মাধ্যমে দেশের মুখ উজ্জল করতে পারেন।

রাহবার খানের মা তানিয়া খান বলেন, রাহবার খানের ছোট ভাই শায়ের খান কর্পোরেট ফুটবলে খেলেন। সন্তানদের জন্য তার গর্ব হয়। কিন্তু ওর বাবা সঞ্জু খান বেঁচে থাকলে সে অনেক খুশি হতেন। কেননা, তিনি তার দুটি সন্তানকেই খেলোয়াড় বানিয়েছেন এবং তাদের বিকাশের জন্য অনেক উৎসাহ দিতেন। 

বাংলাদেশের ম্যাচ সূচি (এএফসি ফুটসাল এশিয়ান কাপ কোয়লিফায়ার্স ২০২৬)। 

ভেন্যু: স্টেডিয়াম টারটুটুপ সুকএ, কুয়ান্টান, মালয়েশিয়া। শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫। বিকাল ২:০০টা: বাংলাদেশ বনাম মালয়েশিয়া। 

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫  সন্ধ্যা ৬:৩০টা, বাংলাদেশ বনাম ইরান।

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫। বিকাল ২:০০টা, বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত (ইউএই এফএ)। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম