Logo
Logo
×

সারাদেশ

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রতীকী ছবি

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রাকিব (২২) এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার হবিগঞ্জ সেতুতে এ ঘটনা ঘটে। 

নিহত রাকিব সদর উপজেলার কালিকাপুর গ্রামের আবু কালামের ছেলে। 

আহতরা হলেন- একই এলাকার দবির বেপারীর ছেলে সোহান বেপারী, জীবন হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার, শহিদুল সরদারে ছেলে শুভ, নিরঞ্জন বাড়ৈর ছেলে অজিত বাড়ৈ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রাকিব ও তার বন্ধুরা দুই মোটরসাইকেলযোগে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ এলাকার আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখতে যায়। রাতে ফেরার সময় হবিগঞ্জ সেতুর ওপর তাদের বহনকারী দুটি মোটরসাইকেলের সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও ৪ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম