Logo
Logo
×

সারাদেশ

দৌলতপুরে বজ্রপাতে নিহত ২

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

দৌলতপুরে বজ্রপাতে নিহত ২

লাশের পাশে এলাকাবাসী ও স্বজনদের ভিড়। ছবি: যুগান্তর

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু হয়েছে।  শনিবার দুপুরে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জামাত আলী (২৫) ও সাইফ আলী (১৫)। জামাত আলী উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিগাতুয়া পাঠ পাড়ার মতিউর রহমানের ছেলে। অপরদিকে উপজেলার শিতলাইপাড়া গ্রামে বজ্রপাতে ঘটনাস্থলে পলাশের ছেলে সাইফের মৃত্যু হয়।  

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে জামাত আলী তার বাড়ির পাশে মাচায় বসেছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, সাইফ শিতলাইপাড়া মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় মাঠে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করতে এগিয়ে এসে দেখেন সাইফের মৃত্যু হয়েছে। 

এদিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, ঘটনাস্থলে সাইফের মৃত্যু হয়। জামাত আলীকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বজ্রপাতে দুই জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। তাই আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম