Logo
Logo
×

সারাদেশ

পাথরঘাটায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পিএম

পাথরঘাটায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

ছবি: যুগান্তর

বরগুনার পাথরঘাটায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৮২ জন আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

শনিবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজন হলেন- পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুক্লা ঢালী (১৩), আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিত এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নুরজাহান বেগম (৭৫)। 

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির পর হঠাৎ রোদ উঠায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয়ভাবে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। 

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাখাল বিশ্বাস অপূর্ব বলেন, বৃষ্টি কমার পর থেকেই ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বেড়েছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দেওয়ার কিন্তু পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে এবং তা এখনো নিয়ন্ত্রণে আসেনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম