Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লার ১৩১ মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা উপহার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

কুমিল্লার ১৩১ মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা উপহার

কুমিল্লায় ১৩১টি পূজামণ্ডপে পৌঁছে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন তারেক রহমানের এই শুভেচ্ছা উপহার পূজারীদের হাতে পৌঁছে দেন।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন। তিনি জানান, কুমিল্লা-৬ সংসদীয় এলাকায় ১৩১টি মণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ পণ্যসহ শুভেচ্ছা উপহার আমরা পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, এবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর করতে আমরা দলীয়ভাবে তাদের পাশে আছি। এছাড়া তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি তাদের পাশে থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম