গলায় কলা আটকে প্রাণ গেল শিশুর
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের প্যাদাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোতালেব ওই বাড়ির সোহেল প্যাদার ছেলে। তার বাবা ঢাকায় একটি প্লেইন সিটের দোকানে চাকরি করেন।
জানা যায়, ঘটনার সময় মোতালেব তার বড় বোনের সঙ্গে বসে কলা খাচ্ছিল। হঠাৎ একটি টুকরো গলায় আটকে যায়। এরপর শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে করতে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
