Logo
Logo
×

সারাদেশ

দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পিএম

দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে দায়িত্ব পালনকালে মিজানুর রহমান (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। 

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, ঘোড়াঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ডাক বিলির জন্য হাকিমপুর সার্কেল অফিসে রওনা করেন মিজানুর রহমান। একপর্যায়ে উপজেলার ডুগডুগি বাজার এলাকায় পৌঁছলে সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় থানা পুলিশের জরুরি মোবাইল পার্টি খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখান থেকে রংপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম