Logo
Logo
×

সারাদেশ

রাস্তার পাশ থেকে উদ্ধার এনআইডিগুলো বাতিল ছিল

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

রাস্তার পাশ থেকে উদ্ধার এনআইডিগুলো বাতিল ছিল

ফতুল্লায় লিংক রোডের পাশ থেকে উদ্ধার হওয়া এনআইডিগুলো বাতিল কার্ড ছিল। স্মার্ট কার্ড দিয়ে ভোটারদের কাছ থেকে রেখে দেওয়া বাতিল এক বস্তা এনআইডিসহ পুরাতন বিপুল পরিমাণের কাগজ একজন ক্রেতার কাছে গাজীপুর নির্বাচন অফিসের কর্মকর্তারা বিক্রি করে দেন।

সেই কাগজ বিক্রি করতে গিয়ে এক বস্তা এনআইডি কার্ড খুঁজে পায় এবং সেগুলো বিক্রি করতে না পেরে ক্রেতা কর্মচারীর বাড়ির কাছে ফতুল্লা লিংক রোডে ইজিবাইক দিয়ে নিয়ে এসে ফেলে দেয়।

পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, গাজীপুর নির্বাচন অফিস থেকে টেন্ডারের মাধ্যমে মিরপুর-২ এলাকার সালাম পেপার হাউজ পুরাতন কাগজ ক্রয় করেন। সেই কাগজের মধ্যে পুরাতন বাতিল এক বস্তা (৪ হাজার পিছ) এনআইডি ছিল। সালাম পেপারের মালিক সালাম সেই পুরাতন এনআইডিগুলো বিক্রি করতে না পেরে তার প্রতিষ্ঠানের কর্মচারী বিজয় করিমকে দেয় ফেলে দেওয়ার জন্য। বিজয় করিম ফতুল্লা স্টেডিয়ামের কাছেই একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি ইজিবাইক দিয়ে নিয়ে এসে বাড়ির কাছে লিংক রোডের পাশে রোববার দুপুরে ফেলে দেন।

এদিকে রোববার রাত থেকেই এ নিয়ে নারায়ণগঞ্জে বিভিন্ন শ্রেণির লোকজনের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় উঠে। অনেকেই বলেন এক লাখের বেশি আবার কেউ বলেন ১০ হাজার, কেউ বলেন ৫ বস্তা ভুয়া এনআইডি হাসিনা সরকারের অসাধু কর্মকর্তারা বানিয়ে ছিল জাল ভোট দেওয়ার জন্য। তা করতে না পেরে হাসিনার দোসররা ফেলে দিয়ে নিজেদের রক্ষা করেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে তাৎক্ষণিক থানায় জিডি করা হয়েছে। তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম