Logo
Logo
×

সারাদেশ

বেড়ায় নদীর ঘাট নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

বেড়ায় নদীর ঘাট নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি

পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ঘাট এলাকায় অবস্থিত একটি বিএনপি কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে বেড়া পৌর এলাকার বৃশালিখায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জানায়, বেড়ার হুরাসাগর নদীর বৃশালিখা ঘাট আগে নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট পরবর্তীতে স্থানীয় বিএনপির একাধিক গ্রুপ ও বৃশালিখা গ্রামের আওয়ামী লীগ কর্মী সমর্থকরা মিলে ঘাটের নিয়ন্ত্রণ বজায় রাখে। এরই মধ্যে সোমবার হাসান আলী ও সালমান নামক দুজন বিএনপি সমর্থক ঘাটে যায় দখল নিতে।

এ সময় ঘাটের কুলি-মজুর ও বৃশালিখা গ্রামবাসীর সঙ্গে তাদের কথা কাটিাকাটি ও ধাওয়া পালটাধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ হয়। পরবর্তীতে হাসান ও সালমানের পক্ষে সান্দারপাড়া গ্রামবাসী যোগ দেয়। এ নিয়ে সংঘর্ষ ব্যাপক রূপ নেয়।

এ সময় গোলাগুলির ঘটনা ঘটে এবং ঘাটে একটি বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির মধ্যে এ ঘটনা ঘটেছে। এখন চাঁদাবাজি কারা করে পুলিশ সবই জানে। এর চেয়ে বেশি বলতে পারব না।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, দুপক্ষের মধ্যে ঘটনা ঘটেছে। বিএনপি ও আওয়ামী লীগ সবই আছে। পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে; যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম