ত্রিপুরায় ৭ বাংলাদেশি গ্রেফতার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের উত্তর-পূর্বাঞ্চল ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৭ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার করা হয়েছে। সোমবার রাজ্যের জাগরণ ত্রিপুরা অনলাইন গণমাধ্যমে প্রকাশিত খবর এ তথ্য জানায়।
রোববার দিবাগত রাতে ত্রিপুরা রাজ্যের খোয়াই আশারামবাড়ি সংলগ্ন ভারত – বাংলাদেশ সীমান্তের সোমবাইরা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে সাত বাংলাদেশি নাগরিককে চাম্পাহাওর থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নারী ও এক শিশু রয়েছে। তবে তারা বাংলাদেশের কোন জেলার বাসিন্দা তা প্রকাশ করেননি।
প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশি ওই নাগরিকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। তাদের কাছে কোনো ধরনের ভারতীয় পরিচয়পত্র মেলেনি।
চাম্পাহাওর থানা পুলিশ রাজ্যের গণমাধ্যমকে জানান, পুলিশের সন্দেহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ত্রিপুরা রাজ্য সফরে এসেছেন। এরইমধ্যে অবৈধ সীমান্তপথে রাজ্যে প্রবেশের রহস্য উদঘাটনে গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং এর পেছনে কোনো চক্র জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
