বাঘায় মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব গ্রহণ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব গ্রহণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলী প্রমুখ।
জানা গেছে, ২০১৭ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জহুরুল হক স্বাক্ষরিত এক পত্রে উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দীর্ঘদিন নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন।
৪ সেপ্টেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন স্বাক্ষরিত একটি পত্রে বাঘা উপজেলা ইউনিট কমান্ডের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা তমিজুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী।
