Logo
Logo
×

সারাদেশ

বিল বেশি আসায় বিদ্যুৎকর্মীকে বেঁধে রাখেন নারী

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

বিল বেশি আসায় বিদ্যুৎকর্মীকে বেঁধে রাখেন নারী

বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাঘাটা ইউনিয়নের পাকুরগাছিয়ার সোবাহান মাস্টারের ঘরের মিটারে বিদ্যুতের বিল বেশি আসায় ক্ষোভে তার মেয়ে সিমা আক্তার পল্লী বিদ্যুতের এক কর্মীকে শিকল দিয়ে বেঁধে রাখেন অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি ওই নারীর বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করেছে।

মঙ্গলবার সকালে আয়লা-পাতাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসেন।

পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, নিয়মিত কাজের অংশ হিসাবে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিল পৌঁছে দিতে সকালে ওই এলাকায় যান বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির পিসিএম (পিয়ন কাম মেসেঞ্জার) শীব রতন দাস। এ সময় বিদ্যুতের মিটারে গত মাসে অতিরিক্ত বিল এসেছে দাবি করে ক্ষুব্ধ গ্রাহক সিমা আক্তার শীব রতনকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলেন এবং হুমকি-ধমকি দিতে থাকেন।

খবর পেয়ে বরগুনা পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকলবদ্ধ শিব রতনকে উদ্ধার করে। এ সময় সিমা আক্তারকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসেন জানান, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত সিমা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও চারটি মামলা চলমান রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি এ ঘটনায় মামলা দায়ের করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম