যুগান্তরে সংবাদ প্রকাশ
বড়াইগ্রামে পানিবন্দি থেকে মুক্তি পেল দুইশ পরিবার
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বড়াইগ্রামের রোলভা গ্রামে টানা এক মাসের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। তার সরাসরি তৎপরতায় পানিবন্দি অবস্থায় থাকা দুই শতাধিক পরিবার দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে।
জানা যায়, গ্রামের রাস্তা পাকা করার সময় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় চলতি বর্ষায় টানা বৃষ্টিতে পুরো এলাকা ডুবে যায়। এতে অন্তত দুইশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং রান্নাসহ নিত্যকার কাজকর্ম চরমভাবে ব্যাহত হয়।
এ অবস্থায় ২০ সেপ্টেম্বর যুগান্তরে ‘বড়াইগ্রামে জলাবদ্ধতায় দুইশ পরিবার পানিবন্দি, রান্না বন্ধ দুর্ভোগ চরমে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ইউএনও’র নজরে এলে তিনি সোমবার বিকালে সরেজমিন গিয়ে তিনটি পয়েন্টে প্রায় একশ ফুট দীর্ঘ পাইপ বসানোর ব্যবস্থা করেন। ফলে দ্রুত পানি নেমে যেতে শুরু করে। ইতোমধ্যে অধিকাংশ বাড়িঘর ও উঠান শুকিয়ে গেছে।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, যুগান্তরের সংবাদ দেখে নিজেই ঘটনাস্থলে গেছি। খুব দ্রুত সেখানে ইউড্রেন নির্মাণ করা হবে, যাতে ভবিষ্যতে আর জলাবদ্ধতার সমস্যা না হয়। এ ঘটনায় গ্রামের মানুষও যুগান্তর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
