Logo
Logo
×

সারাদেশ

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পিএম

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

শরীয়তপুর গোসাইরহাটে বালতির পানিতে পড়ে সালমান তাসফিয়া নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোসাইরহাট ইউনিয়নের দাতরা গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মা বাড়ির থালাবাসন ধোয়ার জন্য টিউবওয়েলে বালতিতে পানি রাখেন। এ সময় উঠানে খেলা করার সময় তাসফিয়া পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে গোসাইরহাট হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গোসাইরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক মোফাজ্জেল হোসেন বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা কেউ আমাকে বলেনি আপনার মুখে শুনছি। এসব ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকা দরকার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম