Logo
Logo
×

সারাদেশ

জীবিত মানুষকে মৃত দেখিয়ে চিঠি ফেরত ডাক বিভাগের

Icon

মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

জীবিত মানুষকে মৃত দেখিয়ে চিঠি ফেরত ডাক বিভাগের

চাঁপাইনবাবগঞ্জে জীবিত প্রাপককে মৃত দেখিয়ে প্রেরকের কাছে চিঠি ফেরত পাঠিয়েছে ডাক বিভাগ। রাষ্ট্রীয় ডাক বিভাগের এমন দায়িত্বহীন কাণ্ডে রীতিমতো হতাশ হওয়ার পাশাপাশি অবাক হয়েছেন ওই গ্রাহকসহ অনেকে।

প্রেরকের কাছ থেকে রোববার সরাসরি চিঠিটি হাতে পাওয়ার পর সোমবার তার সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি শেয়ার করেছেন।

পেশায় সাংবাদিক ওই প্রাপকের নাম গোলাম মোস্তফা মন্টু। তিনি চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। এছাড়া বর্তমানে গোলাম মোস্তফা মন্টু চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু বলেন, ঘটনাটি গত এপ্রিল মাসের। ওই সময় আমি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। তখন আয়কর বিভাগের আইনজীবী এফকে এম লুৎফর রহমান আমার কাছে একটি রেজিস্ট্রি ডাকযোগে চিঠি পাঠান। ওই চিঠির খামে ঠিকানার সঙ্গে আমার মোবাইল নাম্বারও দেওয়া ছিল; কিন্তু ডাক বিভাগের কেউই আমার সঙ্গে যোগাযোগ না করে চিঠিটি ফেরত পাঠিয়ে দেয়। চিঠির খামের উপর লাল কালিতে লেখা হয় ‘প্রাপক মৃতবরণ করায় ফেরত’।

তিনি আরও বলেন, রোববার ওই আইনজীবীর সঙ্গে দেখা হলে আমাকে চিঠি ফেরতের বিষয় ও কারণ জানান। ফেরত যাওয়া চিঠিটি দেখে আমি রীতিমতো হতবাক হয়েছি।

চিঠিটি পাঠানো হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ওই সাংবাদিকে স্থায়ী ঠিকানা মসজিদপাড়ার ঠিকানায়। ওই রুটে ডাক বিভাগের চিঠি বিলি করেন আমিনুল ইসলাম।

বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি প্রতিবেদকের কাছে উল্টো জানতে চান ‘উনি কি বেঁচে আছেন?’

পরে আমিনুল ইসলাম বলেন, ফেসবুকে ওনার মৃত সংবাদ দেখে চিঠিটি ফেরত পাঠানো হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার সারওয়ার জাহান জানান, ওই এলাকার পোস্টম্যান আমিনুল ইসলাম সাংবাদিক গোলাম মোস্তফাকে দীর্ঘদিন থেকে চেনেন; কিন্তু সে কোথা থেকে কী শুনেছে, সেটা শুনেই সে এই কাজটি করে ফেলেছে। আমরা তাকে ভর্ৎসনা করেছি। তবে প্রাপক যদি লিখিত অভিযোগ করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম