Logo
Logo
×

সারাদেশ

সাজেক ভ্যালি থেকে বাড়ি ফেরা হলো না লিয়নের

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

Icon

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ এএম

সাজেক ভ্যালি থেকে বাড়ি ফেরা হলো না লিয়নের

বন্ধুদের সঙ্গে সাজেক ভ্যালি ঘুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা এলাকার নিজ বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিয়ন মাহমুদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টার সময় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পদুয়া এলাকার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। ৪টার দিকে লিয়নকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘটনাস্থলে সে মারা যাওয়ার কথা জানান। পুলিশ বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মিয়াবাজার হাইওয়ের থানার সার্জেন শামীম হোসেন।

নিহত লিয়ন মাহমুদ ভেদরগঞ্জ উপজেলা ভেদরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক কমিমনার মতিউর রহমান আকনের ছেলে। সে সাজেক ভ্যালি একটি ইয়ামাহা ব্রান্ডের গাড়ি নিয়ে যায়। লিয়নের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় বইছে শোকের ছায়া।

স্থানীয় হাইওয়ে পুলিশ জানায়, তারা বন্ধুরা মিলে সাজেক ভ্যালি থেকে ঘুরে শরীয়তপুরে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল নিয়ে। এছাড়া আর একটি মোটরসাইকেলে তার এক বন্ধু ও যাচ্ছিলেন। কিন্তু পিছনে যে কোনোভাবেই সড়ক দুর্ঘটনায় নিয়ন মাহমুদ নামে এই ছেলেটি ঘটনাস্থলেই মারা যায়। তার পরে তার ওই বন্ধুটি আসে। তার লাশটি সুরতহাল করা হয়েছে।

কুমিল্লা মিয়াবাজার হাইওয়ের থানার সার্জেন শামীম হোসেন মুঠোফোনে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত পান। তার মুখের ওপর হয়ত টায়ারের চাপ লেগে থেঁতলে গেছে। তার চাচা এসেছেন ও তার বন্ধু এসেছেন। তার বাবা আসলে আইনগত পদক্ষেপ শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম