Logo
Logo
×

সারাদেশ

পূজামণ্ডপের নিরাপত্তায় প্রহরীর ভূমিকা পালন করবে বিএনপি: সাঈদ সোহরাব

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

পূজামণ্ডপের নিরাপত্তায় প্রহরীর ভূমিকা পালন করবে বিএনপি: সাঈদ সোহরাব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে মির্জাপুর বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব।

এ সময় তিনি বলেন, দেশের প্রতিটা পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে বিএনপি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনভর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ উপজেলা মির্জাপুর বাজারে স্থানীয় জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন দিপু, শরিফুল ইসলাম শামীম, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খন্দকার মোবারক হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর মৃধা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শপথ, কৃষক দলের সাবেক সদস্য সচিব আলী আজম খান উথান, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলমগীর হোসেন, জামুর্কী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার রাজিউল মাতীন ধ্রুব প্রমুখ।

সাঈদ সোহরাব বলেন, আমি মির্জাপুরের সন্তান আপনাদের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইব। বিএনপি আমাকে মনোনয়ন দিলে আপনাদের সবাইকে নিয়ে টাঙ্গাইল-৭ আসনটি দলকে উপহার দেব। বিএনপি পরিবারের সন্তান হিসেবে আমি আপনাদের সবার দোয়া ও ভালোবাসা চাই।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম