Logo
Logo
×

সারাদেশ

চাটমোহরে বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থকের জামায়াতে যোগদান

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

চাটমোহরে বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থকের জামায়াতে যোগদান

পাবনার চাটমোহরে বিএনপি থেকে অর্ধশতাধিক কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে আনুষ্ঠানিকভাবে এই যোগদান করেন বিএনপি সমর্থক ও কর্মীরা। বাংলাদেশ জামায়াত ইসলামী মূলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন আহম্মেদ এর সভাপতিত্বে উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৩ আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলী আজগর। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী চাটমোহর উপজেলা শাখার সভাপতি মওলানা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জামায়াত ইসলামী চাটমোহর পৌর শাখার সভাপতি সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা শাখার সদস্য ওলিউল্লাহ সরকার প্রমুখ।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা জামায়াতের আমীর মওলানা আব্দুল হামিদ বলেন, জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুস, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আমরা আগামীতে একসঙ্গে দেশের কল্যণে কাজ কাজ করব।

এ ব্যাপারে জানতে চাইলে মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা যুগান্তরকে বলেন, বিএনপির কোনো কর্মী জামায়াতে যোগ দেবে এটা হতেই পারে না। খোঁজ নিয়ে দেখেন যারা জামায়াতে যোগ দিয়েছে তারা সবাই আওয়ামী লীগের লোকজন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম