Logo
Logo
×

সারাদেশ

দ্বিতীয় দিনের মতো বন্ধ ৩ জেলার দূরপাল্লার বাস চলাচল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ এএম

দ্বিতীয় দিনের মতো বন্ধ ৩ জেলার দূরপাল্লার বাস চলাচল
বাস মালিকদের ডাকা ধর্মঘটে টানা দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে এসব জেলা থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাচ্ছেন, আবার কাউকে দিতে হচ্ছে বাড়তি ভাড়া।

এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই বাস চলাচল বন্ধের ঘোষণা দেন মালিকরা। 

উল্লেখ্য, সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করেছিলেন। পরে ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয় এবং তা ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর করার কথা ছিল। কিন্তু নির্ধারিত বেতন দিতে অস্বীকৃতি জানায় মালিকপক্ষ। এর পরপরই নতুন করে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম