Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি ও চিলমারী প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের অভিযানে পাঁচটি মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলো- মিলন মিয়া, হান্নান মিয়া, সাদাকাত হোসেন, নুরুল হুদা, রুবেল মিয়া।

শনিবার বিকালে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতা দেখা দেওয়ায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন চর এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার রাতে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।

চিলমারী মডেল থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আটকদের শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম