Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন। 

তিনি বলেন, রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এজন্য ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে পূর্বের মতো আমদানি-রপ্তানি শুরু হবে। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আমরা সব পাসপোর্ট যাত্রীদের কাগজপত্র যাচাই-বাছাইপূর্বক দুই দেশে ভ্রমণের সহযোগিতা করে যাচ্ছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম