শিক্ষকের বাড়ির সামনে বেড়া দিলেন আ.লীগ-যুবলীগ নেতাকর্মীরা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জায়গা নিয়ে দ্বন্দ্বে নাটোরের সিংড়ায় এক শিক্ষক দম্পতির বাড়ির সামনে বাঁশ ও টিন দিয়ে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এতে স্থানীয় শিক্ষক রাকিবুল ইসলাম ও জান্নাতুল মাওয়া দম্পতিসহ ছয় কৃষক পরিবারের ২৮ জন সদস্য ঘরে বন্দি হয়ে পড়েছেন।
একটি ভিডিওতে দেখা যায়, দেশীয় অস্ত্র নিয়ে জোর করে ওই শিক্ষক দম্পতির বাড়ির সামনে বেড়া দেওয়া হয়েছে। আর এ জায়গা দখলের অভিযোগ ইটালী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, আওয়ামী লীগ কর্মী গিয়াস উদ্দিন ও যুবলীগের সদস্য রুবেল হোসেনের বিরুদ্ধে।
রোববার দুপুর ১টায় সাতপুকুরিয়া গ্রামে গিয়ে দেখা যায়, একটি বাড়ির সামনে বাঁশ ও টিন দিয়ে বেড়া সাঁটিয়ে সেখানে পায়চারী করছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। আর বেড়ার অপরদিকে এক শিক্ষক দম্পতি ও পাঁচজন শিশুসহ কয়েকজন নারী-পুরুষ বারান্দায় বসে আছেন। শিশুদের চোখের ভাষাই বলে দিচ্ছে তাদের খেলাধুলা ও বিদ্যালয়ে যাওয়া জন্য বাহিরে বের হয়ে বন্ধ হয়ে গেছে।
শিক্ষক দম্পতি রাকিবুল ইসলাম ও জান্নাতুল মাওয়া বলেন, এখানে তাদের রেকর্ডিও এবং কিছু কেনা জায়গা রয়েছে। বাপ-দাদার আমল থেকেই এখানে তাদের বসবাস। বেশ কিছুদিন ধরে তাদের জায়গা দখলের হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষ আওয়ামী লীগ কর্মী গিয়াস উদ্দিন, আব্দুল জলিল, যুবলীগের সদস্য রুবেল হোসেন। হঠাৎ সকালে তাদের ১৫ থেকে ২০ জনের বাহিনী এসে বাড়ির সামনে জোরপূর্বক বেড়া সাঁটিয়ে এখন বাহিরে পায়চারী করছেন। দেশীয় অস্ত্রের মহড়ায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
প্রতিবেশী আফাজ উদ্দিন, টগর হোসেনসহ অন্তত পাঁচজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এভাবে কারো বাড়ির সামনে দিয়ে হঠাৎ বেড়া দেওয়াটা একটি অমানবিক কাজ।
এ বিষয়ে স্থানীয় ৮ নাম্বার ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম বলেন, কারো বাড়ির সামনে এভাবে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া দুঃখজনক ঘটনা। এলাকায় একাধিকবার সালিশ হয়েছে; কিন্তু গিয়াস উদ্দিনপক্ষের লোকজন লাঠিয়াল বাহিনী। তারা কারো কথা শোনেন না বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী আব্দুল জলিল ও গিয়াস উদ্দিন বলেন, আদালতে মামলায় তাদের পক্ষে রায় এসেছে। তাই তারা বাড়ির সামনে দখল করে বেড়া দিয়েছেন। কারো বাড়ির সামনে বেড়া দেওয়া মানবিক না অমানবিক এটা কোনো বিষয় নয় বলেও বাহবা নেন।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
