Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

বগুড়ায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পুনর্বহাল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে।

এ সময় পুলিশ বগুড়া পৌর ছাত্রলীগের ১৪নং ওয়ার্ড সভাপতি আবু হুরাইরা আকন্দকে (১৯) গ্রেফতার করেছে। অন্যরা পালিয়ে গেলে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার খরনা ইউনিয়নের শাকপালা হইতে নাটোরগামী মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে একটি টিম শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম বাসস্ট্যান্ডে মাদকবিরোধী অভিযানে ছিল। এ সময় গোপনে জানতে পারেন একই ইউনিয়নের শাকপালা হতে নাটোরগামী বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কে নিষিদ্ধ সংগঠনের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সমবেত হয়েছে। তারা রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যক্রম পরিচালনার মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত, নাশকতা সৃষ্টি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পুনর্বহাল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ঝটিকা মিছিল করার প্রস্তুতি গ্রহণ করেছে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা অন্ধকারের মধ্যে দৌড়ে পালিয়ে যায়। এ সময় শাজাহানপুর উপজেলার শাকপালা উত্তরপাড়ার আবদুল কাদের ছেলে ও বগুড়া পৌর ছাত্রলীগের ১৪নং ওয়ার্ড সভাপতি আবু হুরাইরা আকন্দকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, পলাতক আসামি মো. রিফাত (২০) ও অন্য সন্ত্রাসীরা উক্ত স্থানে নিষিদ্ধ সংগঠনের আহ্বানে মিছিল করার জন্য উপস্থিত হয়েছিলেন। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে শাজাহানপুর থানার এসআই আবু জারা বাদী হয়ে থানায় আবু হুরাইরা আকন্দ ও অন্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। রোববার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম