যুবককে পিটিয়ে হত্যা, বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বাকেরগঞ্জে ডাকাত আখ্যা দিয়ে মব সৃষ্টি করে কৃষক সোহেল খানকে (৩৫) পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— উপজেলার কবাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন হাওলাদার, তার ভাই শামিম হাওলাদার ও সওকত খান।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহত সোহেলের মা নিলুফা বেগম বাদী হয়ে রোববার রাতে একটি হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নামে ও অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারের পরপরই অভিযান চালিয়ে ১ নম্বর আসামি শাহিন হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
শনিবার গভীর রাতে চর কবাই গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতার নেতৃত্বে স্থানীয়রা সোহেলকে ডাকাত আখ্যা দিয়ে গাছে বেঁধে পিটিয়ে হত্যার পর ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশে খবর দেন।
রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবারের অভিযোগ, জমির বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে। তাদের দাবি, তরমুজখেতের জমি না দেওয়ায় পরিকল্পিতভাবে সোহেলকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে।
