Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু না করার কারণ জানাল ভারত

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু না করার কারণ জানাল ভারত

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু না করার কারণ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। একই সঙ্গে ভিসা জটিলতা নিয়ে আশার আলো দেখিয়েছেন তিনি।

সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এক সাক্ষাৎকারে প্রণয় কুমার ভার্মা বলেন, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে লোকবল কম থাকায় পর্যটন ভিসা স্বাভাবিকভাবে চালু করা সম্ভব হয়নি। শিগগিরই বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করা হবে। তবে ব্যবসা এবং চিকিৎসার মতো অনেক ক্যাটাগরির ভিসা চালু আছে।

এদিন টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেন বিচারপতি ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকসহ ভিআইপিরা।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন বিভাগের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেপালের অ্যাম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছলে তাদের স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম।

পরে অতিথিরা রঙিন বজরাযোগে লৌজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গামণ্ডপে যান। সেখানে মণ্ডপ পরিদর্শন ও ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ আরতি নৃত্য উপভোগ করেন। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ, মির্জাপুর থানার ওসি মো. রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম