বন্দরে সরকারি জমি দখল নিয়ে দুপক্ষে সংঘর্ষ, আহত ১০
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরে সরকারি জমি দখল নিয়ে দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন টেঁটাবিদ্ধ হয়েছেন।
সোমবার ২৪নং ওয়ার্ড বন্দরের দেউলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বন্দরের দেউলী এলাকার আবদুল বারেকের ছেলে মো. পারভেজ (৩৬), ফারুকের ছেলে জোবায়ের হোসেন (১৮), জাহাঙ্গীরের ছেলে নাদিম (৪০), ইয়াদ আলী সরদারের ছেলে বাছেদ চাঁন সরদার, তার ছেলে রোমান (৪০)। তবে আহত নারী ও শিশুদের নাম জানা যায়নি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেউলী উদয়ন ক্লাব সংলগ্ন সরকারি জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দেউলী এলাকার রশিদের ছেলে ভাঙারি ব্যবসায়ী আরিফ ও বাতেনের সঙ্গে একই এলাকার জাহাঙ্গীরের ছেলে নাদিমের বিরোধ চলছে। ওই জমিতে নাদিমের একটি ঘর রয়েছে। আরেকটি ঘর নির্মাণ করতে যায় আরিফ ও বাতেন। এ নিয়ে দুই দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহত আবদুল বাছেদ চাঁন জানান, তিনি পঞ্চায়েত কমিটির সভাপতি। উভয়পক্ষকে শান্তা রাখার জন্য তিনি সোমবার সকালে উদয়ন ক্লাবে গেলে আরিফ ও বাতেনের লোকেরা টেঁটা রামদা চাকু ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে পারভেজ, জোবায়ের, নাদিম ও রোমান টেঁটাবিদ্ধ হন। এ সময় তাকেসহ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
