ছাত্রলীগ নেতা টিপু গ্রেফতার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ এএম
মো. জহির উদ্দিন চৌধুরী টিপু। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হাটহাজারীর মো. জহির উদ্দিন চৌধুরী টিপু (৪০) নামে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। একইদিন বিকালে চট্টগ্রামের নগরীর জিইসি এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. জহির উদ্দিন চৌধুরী টিপু কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ সাকির মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত নুরুল আবছার চৌধুরীর প্রকাশ ডাক্তার আবছারের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা নগরীর জিইসি এলাকায় অভিযান চালায়। এ সময় টিপুকে গ্রেফতার করে তারা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং চলতি বছরের আগস্ট মাসে জোবরা গ্রামবাসী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, সোমবার বিকালে তাকে বন্দর নগরী থেকে র্যাব গ্রেফতার করেছে। এরপর সন্ধ্যা ৭টার দিকে র্যাব সদস্যরা তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
