Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সুচিত্রা সরকার। ছবি: যুগান্তর

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের পুকুর থেকে সুচিত্রা সরকার (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর গ্রামে বাড়ির পাশের পুকুরে ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ সুচিত্রা সরকার ওই গ্রামের রামা সরকারের স্ত্রী এবং বক্সনগর গ্রামের গোলকের মেয়ে। 

স্থানীয় জনপ্রতিনিধি (৭নং ওয়ার্ডের মেম্বার) দিলীপ হালদার বলেন, ঘটনাস্থলের চারদিকে কোনো রাস্তা নেই, বাঁশঝাড় থাকায় অপরাধীরা হয়তো সুচিত্রাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়।  

নিহতের বোন শিখা সরকার বোনের মৃত্যুর খবর শুনে এসে নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। বোনের কানে ও গলায় সোনার গহনা ছিলো। দুর্বৃত্তরা তাকে হত্যা করে সব নিয়ে গেছে। তিনি এ হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্র জানায়, শারদীয় দূর্গাপূজায় মেয়ের জামাই বাড়িতে আসবে বলে রোববার সকালে বাজারে যান গৃহবধু সুচিত্রা সরকার। দুপুর গড়িয়ে বিকালেও বাড়ি না ফেরায় তার স্বামী রামা সরকার সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। 

মঙ্গলবার দুপুরে সুচিত্রার বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। 

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। এটি সুচিত্রা সরকারের লাম বলে সনাক্ত করেন স্বজনরা। মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন একমাত্র মেয়ে শ্রাবন্তী সরকার। তার কান্না থামাতে সান্তনা দেওয়ার চেষ্টা করছেন এলাকাবাসী। এ ঘটনায় পুরো মহল্লা জুড়ে শোকের মাতম চলছে। 

মা হারা শ্রাবন্তির জীবনে দুর্গাপুজার অষ্টমীর আনন্দের দিনে বিষাদের কালো ছায়া নেমে এসেছে। নিহত সুচিত্রার একমাত্র ছেলে প্রবাসে থাকে।

পরিবারের সদস্যরা জানান, দুইদিন আগে হঠাৎ সুচিত্রা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার তার লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকা শোকমগ্ন হয়ে ওঠে। 

স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনায় তারা হতবাক ও শোকাহত। দ্রুত সঠিক তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি করেন এলাকাবাসী ও স্বজনরা। নিহতের পরিবারের সদস্যরাও এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চান।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, তাকে তার পড়িহীত শাড়ীর আঁচল দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছিলো। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

নবাবগঞ্জের ছোট গোবিন্দপুর গ্রামে নিখোঁজের তিন দিন পর গৃহবধু সুচিত্রা সরকারের লাশ উদ্ধারে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারন মাস দুই আগেই পাশের পুকুর থেকে হলিউড নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছিলো পুলিশ। তাই এখন পুরো এলাকা জুড়ো সবাই আতঙ্কের মধ্যে রয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম