Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ থেকে পদত্যাগ করলেন ৫ নেতা

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

আ.লীগ থেকে পদত্যাগ করলেন ৫ নেতা

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন পাঁচ নেতা। সোমবার উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগী পাঁচ নেতাই ওই কলেজে চাকরি করেন।  

পদত্যাগী নেতারা হলেন- উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষকলীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।

সাংবাদিকদের সামনে পদত্যাগী নেতারা লিখিত বক্তব্যে বলেন, ব্যক্তিগত কারণে এবং ভবিষ্যতের কথা ভেবে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। কোনো প্রকার চাপে নয় স্বেচ্ছায়, স্বজ্ঞানে এই পদত্যাগ করেন বলে উল্লেখ করেন তারা।

তারা আরও বলেন, ভবিষ্যতে কেউ যেন আমাদের আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে না জড়ায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম