Logo
Logo
×

সারাদেশ

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক কলহের জেরে তাকে কুপিয়ে হত্যা করেছেন এক স্ত্রী। নিহত আলমগীর হোসেনের (৪৫) লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। স্ত্রী খালেদা ইয়াসমিনকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দাগনভূঞা পৌর এলাকার জগতপুর গ্রামের গফুর ভান্ডারীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত আলমগীর হোসেন গফুর ভান্ডারী বাড়ির আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২০০২ সালে পারিবারিকভাবে আলমগীরের সঙ্গে বিয়ে হয় খালেদা ইয়াসমিনের। বিয়ের পর থেকে পরিবহণ শ্রমিক স্বামীর সংসারে সুখেই ছিলেন ইয়াসমিন। 

কয়েক বছর ধরে নানান কারণে পারিবারিক কলহের একপর্যায়ে নারায়ণগঞ্জে দ্বিতীয় বিয়ে করেন আলমগীর। সেই থেকে তিনি ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন।

সোমবার রাতে আলমগীর বাড়িতে এলে পরদিন সকাল সাড়ে ১০টার দিকে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করেন ইয়াসমিন।

দাগনভূঞা থানার ওসি ওয়াহেদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্ত স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম