Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র ও নগদ টাকা বিতরণ করেন হাফিজ ইব্রাহিম

Icon

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম

দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র ও নগদ টাকা বিতরণ করেন হাফিজ ইব্রাহিম

ভোলার বোরহানউদ্দিনে তারেক জিয়ার পক্ষে সনাতন ধর্মীয় লোকজনের মাঝে বস্ত্র বিতরণ করছেন কেন্দ্রীয় বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম। ছবি-যুগান্তর

ভোলার বোরহানউদ্দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারেক জিয়ার পক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ টাকা ও বস্ত্র বিতরণ করেছেন।

মঙ্গলবার দুপুরে পৌর সদরের ভাওয়াবাড়ি মন্দিরে উপজেলার ২০টি পূজামণ্ডপের সনাতনীদের মাঝে বস্ত্র ও নগদ টাকা বিতরণ করা হয়। পরে পূজা চলাকালীন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তার দিকনির্দেশনা ও ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে ও পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি অধ্যাপক লিটন রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাফিজ ইব্রাহিমের বিশেষ সহকারী আকবর হোসেন, কাজী ইকবাল, উপজেলা বিএনপির সিনিয়র সরোয়ার আলম খান,  যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ আলম, বশির আহমেদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু, সম্পাদক মনিরুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক সিহাব হাং, সদস্য সচিব জসিম খান, পৌর যুবদল আহবায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব জাফর মৃধা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক নীল রতন দে প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম