Logo
Logo
×

সারাদেশ

বানারীপাড়ায় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েলের শোডাউন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০১:১১ এএম

বানারীপাড়ায় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েলের শোডাউন

শোডাউন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

বরিশালের উজিরপুর-বানারীপাড়া (বরিশাল-২) আসনে ব্যাপক শোডাউন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথমে নিজ উপজেলা উজিরপুরে প্রবেশ করলে ফুলের তোড়া নিয়ে নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। এ সময় পাঁচ শতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে গাড়িবহর যুক্ত হয় তার সঙ্গে। পরে বিশাল বহর ও বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি বানারীপাড়া উপজেলায় পৌঁছান। সেখানেও সাধারণ মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় সিক্ত হন তিনি। 

বানারীপাড়ায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের সময় সাইফ মাহমুদ জুয়েল ঘোষণা দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চাইবেন। 

এ সময় তিনি বলেন, সাধারণ জনগণের ভালোবাসা আসলে বিএনপির প্রতি ভালোবাসা। এই ভালোবাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি। ধানের শীষ জনগণের প্রতীক, ভালোবাসার প্রতীক। উজিরপুর ও বানারীপাড়ার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব ৩১ দফা। এই এলাকায় কোনও চাঁদাবাজের আশ্রয় হবে না, জনগণ ভয়হীনভাবে বসবাস করবে।

তিনি আরও বলেন, ২০১৮ সালের নৈশ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে এক মাস ধরে কাজ করেছি। তখন দু’টি মামলার আসামি হয়েছিলাম। আজও দলের প্রতি অঙ্গীকারবদ্ধ। যাকেই দল মনোনয়ন দেবে, ধানের শীষের পক্ষেই কাজ করব। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন- তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক। 

পরে মধ্যরাত পর্যন্ত সাইফ মাহমুদ জুয়েল বানারীপাড়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তাকে পেয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে থাকার জন্য এসেছি। বাংলাদেশের প্রতিটি ধর্মাবলম্বী মানুষ যাতে আনন্দ-উৎসাহের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সেটিই আমাদের সামাজিক-সাংস্কৃতিক সৌন্দর্যের প্রতিফলন। এভাবেই গড়ে ওঠে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম