Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিমি যানজট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০২:১০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিমি যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহণ চালকেরা। বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ যানজট দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল।

স্থানীয় সূত্র জানায়, রাতভর মুষলধারে বৃষ্টি এবং দড়িকান্দি এলাকায় রডবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। ফলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি দীর্ঘ সময় স্থবির হয়ে থাকে। অনেক যাত্রী কাছাকাছি গন্তব্যে পৌঁছাতে হেঁটেই যাত্রা শুরু করেন।

যানজটে আটকে থাকা যাত্রী ইয়াছিন আরাফাত বলেন, ‘জ্যাম লাঙ্গলবন্দ থেকে চিটাগাং রোড ছাড়িয়ে গেছে বলে শুনেছি। কেউ বলছে- ব্রিজ ভেঙেছে, আবার কেউ বলছে গাড়ি নষ্ট হয়েছে।’

আরেক যাত্রী শরীফ বলেন, ‘অনেকক্ষণ ধরে কাঁচপুরে আটকে আছি। গাড়ি এক ইঞ্চিও নড়ছে না। কতক্ষণ লাগবে আল্লাহই জানেন।’ মহাসড়কের পাশে চায়ের দোকান চালানো আবুল হাসেম বলেন, ‘সকাল ৬টা থেকে দোকান খুলে দেখছি, রাস্তায় যানজট লেগেই আছে।’ 

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, দড়িকান্দি এলাকায় রডবাহী একটি ট্রাক বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছিল। এর সঙ্গে দ্বিগুণ গাড়ির চাপও যোগ হয়। বর্তমানে যানজট কিছুটা কমতে শুরু করেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘বৃষ্টি ও অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজট হয়েছিল। তবে এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। পুলিশ কাজ করছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম