বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ
উপকূলীয় রাঙ্গাবালীতে টানা বৃষ্টি, উত্তাল সাগর
যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালীতে একটানা বৃষ্টি হয়েছে। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বাতাসে স্যাঁতসেঁতে ভাব আর গভীর বঙ্গোপসাগর হয়ে উঠেছে উত্তাল। ফুঁসছে আশপাশের নদ-নদীগুলোও।
এদিকে সাগরে থাকা অনেক জেলে ঝুঁকি এড়াতে উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছেন। তবে এখনও জেলেরা ট্রলারে ঝুঁকি নিয়ে সাগর ও নদী মোহনায় অবস্থান করছেন। কারণ শুক্রবার মধ্যরাত থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে।
শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত ইলিশ ধরতে তারা ঝুঁকি নিয়েই সাগরে রয়েছেন। যদিও বেশির ভাগ ট্রলার ইতোমধ্যে নিরাপদে ফিরে এসে আশ্রয় নিয়েছে।
আবহাওয়া অফিস বলছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৮৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপটি আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ গোপালপুর, পারাদ্বীপের মধ্য দিয়ে ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা বা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়োহাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী সাগর খুবই উত্তাল অবস্থায় রয়েছে।
এ অবস্থায় পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেন।
