পীরগাছায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১০:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের পীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন লিটনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আগামীকাল শুক্রবার (৩ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হবে। বুধবার রাত ৮টার দিকে পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া এ বিষয়ে নিশ্চিত করেছেন। গ্রেফতার লিটন সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের বেলায়েত মাস্টারের ছেলে।
লিটনের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করেন।
ওসি রোমেল বড়ুয়া জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আগামীকাল শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
