প্রতিমা বিসর্জনে এসে প্রেমিকাকে রাস্তায় ফেলে পালালেন প্রেমিক, অতঃপর...
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন দেখার কথা বলে বেড়াতে নিয়ে এসে প্রেমিকাকে রাতে একা রাস্তায় ফেলে রেখে চোরের মতো পালিয়ে গেছেন এক প্রেমিক। পরে ধামরাই কালিয়াকৈর সড়কের গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা ওই তরুণীকে নিয়ে তিন বখাটের টানাটানি শুরু হয়ে যায়। পথচারীরা এ দৃশ্য দেখে ওই তরণীকে বখাটেদের কবল থেকে উদ্ধার করে কালিয়াকৈরগামী ম্যাক্সি পরিবহণে উঠিয়ে দেয়। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ওই বখাটেরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী তরুণীর বাড়ি কালিয়াকৈর এলাকায়। তিনি আরো জানান, আমরা দুজন একই কলেজে পড়ালেখা করি। আমার কলেজ বন্ধু তন্ময় সরকারের সঙ্গে ৬ মাস ধরে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। সে আমাকে ধামরাইয়ে প্রতিমা বিসর্জন দেখার জন্য আসে। বিভিন্ন এলাকায় বেড়ানোর পর রাত ১১টার দিকে আমাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে পালিয়ে যায়। আমি তার বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণ করব এই অমানবিক আচরণের জন্য।
প্রত্যক্ষদর্শী নবরত্ন দাস বলেন, মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে ছিল কালিয়াকৈরগামী গাড়িতে উঠার জন্য। এ সময় বখাটে তিন যুবক ওই মেয়েটিকে ধরে টেনে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় আমরা বিষয়টি দেখতে পেয়ে দৌঁড়ে গিয়ে মেয়েটিকে বখাটেদের কবল থেকে উদ্ধার করি। সঙ্গে সঙ্গে ওই তিন বখাটে দৌঁড়ে পালিয়ে যায়। তাদেরকে আমরা ধরতে পারিনি। এরপর আমরা ওই মেয়েটিকে কালিয়াকৈরগামী ম্যাক্সি পরিবহণে তুলে দেই। ঘটনাটি খুবই দুঃখ ও লজ্জাজনক।

-68df965ccec49.jpg)