Logo
Logo
×

সারাদেশ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাবার নাম আব্দুল খালেক।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার লংগাইর ইউনিয়নের পূর্বগোলাবাড়ি গ্রামে (বাগিয়ার টেক) এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বিকালে বাড়ির পাশের বিলে রফিকুল মাছ ধরতে গিয়েছিলেন। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় ব্রজপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, বিষয়টি আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম