Logo
Logo
×

সারাদেশ

নানার বাড়িতে এসে খেলতে খেলতে পানিতে পড়ে নিভে গেল শিশুর জীবনের আলো

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম

নানার বাড়িতে এসে খেলতে খেলতে পানিতে পড়ে নিভে গেল শিশুর জীবনের আলো

মায়ের সঙ্গে ঢাকার দোহার উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল ১১ বছরের শিশু সাকিব। খেলতে খেলতে হঠাৎ পানিতে পড়ে নিভে যায় তার জীবনের আলো।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ডাইয়া গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পানিতে ডুবে সাকিবের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে চারপাশের পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল দোহারে। শুক্রবার দুপুরে বাড়ির পাশে খালের ধারে খেলছিল সাকিব। খেলতে খেলতে পায়ে কাদা লেগে হঠাৎ পা পিছলে পড়ে যায় খালের পানিতে। পানির প্রবল স্রোতে ভেসে যায় সাকিব। প্রায় দুই ঘণ্টা স্থানীয়রা খোঁজাখুঁজি করে অবশেষে তাকে খালের পানির নিচ থেকে উদ্ধার করেন।

স্থানীয়দের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছেন মা ময়না আক্তার।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলেটাকে নিয়ে এসেছিলাম বাবার বাড়ির জমি দেখাতে। খেলতে গিয়েই আমার সাকিব পানিতে পড়ে গেল। আমি কিভাবে বাঁচব? আমি ওর বাবাকে কী জবাব দেব?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম