Logo
Logo
×

সারাদেশ

প্রতিমা বিসর্জন দেখা হলো না কিশোরীর

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম

প্রতিমা বিসর্জন দেখা হলো না কিশোরীর

বড় বোনের বাড়িতে গিয়ে ভাগ্নে-ভাগ্নির সঙ্গে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান উপভোগ করা হলো না আশা রানী সাহার। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ওই কিশোরীর। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দুর্ঘটনায় মোটরসাইকেলচালক আশরাফুল ইসলামও গুরুতর আহত হন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মানিকগঞ্জ জেলার সিংগাইর থেকে ভাড়া করা মোটরসাইকেলে টাঙ্গাইলের মির্জাপুর যাওয়ার জন্য সে রওনা দেয়। পথে সিংগাইর-ধামরাই-মির্জাপুর সড়কের ধামরাইয়ের ধুলট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 

কয়েক দিনের বৃষ্টির কারণে পথ পিচ্ছিল ছিল। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কৃষিজমিতে পড়ে গেলে কিশোরী আশার মৃত্যু ঘটে।

সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সিংগাইর এলাকার কর্মসাহার ছোট মেয়ে আশা রানী সাহা ভাগ্নের অনুরোধে মির্জাপুর বোনের বাড়িতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান দেখার জন্য মোটরসাইকেলে রওনা হয়। কিন্তু বিধিবাম! বোনের বাড়িতে ভাগ্নে-ভাগ্নির সঙ্গে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান উপভোগ করা হলো না তার। পথেই তার প্রাণ গেল। 

এ খবর পেয়ে লাশ বাড়িতে নিয়ে সৎকার করেন পরিবারের লোকজন। 

ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম