Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে ব্যতিক্রমী ‘পাতিল বাইচ’

Icon

আসাদুল ইসলাম (বাবুল), ভূঞাপুর (টাঙ্গাইল)

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম

টাঙ্গাইলে ব্যতিক্রমী ‘পাতিল বাইচ’

ছবি: সংগৃহীত

রঙিন রশি ঘেরা পুকুরে ভাসানো রান্নার বড় বড় পাতিল আর তাতে উঠে বসলেন একেকজন প্রতিযোগী। রেফারি হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিযোগীরা দুই হাতকে বৈঠা বানিয়ে শুরু করলেন বাইচ। বাইচে কেউ যাচ্ছে ডুবে, কেউ বা হারাচ্ছেন দিক আর তাতেই দর্শকদের করতালি আর উল্লাসে মুখর হয়ে উঠে পুরো এলাকা।

গুলিপেঁচা গ্রামে রং বেরংয়ে পুকুরপাড় সাজানো হয়। সেখানে সমবেত হয়েছিল শত শত কৌতূহলী দর্শক। সবার আকর্ষণ নতুন এই পাতিল বাইচে। 

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেঁচা গ্রামে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে ব্যতিক্রমী পাতিলবাইচ প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়ে গেল। 

তিন দিনব্যাপী এই বাইচকে ঘিরে গ্রামে উৎসমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজার হাজার মানুষকে বিনোদন দিতে পেরে খুশি আয়োজকরা।

দর্শনার্থীরা বলেন, বছর বছর যেন এমন ব্যতিক্রমধর্মী পাতিলবাইচ আয়োজন করা হয়। বর্ষার শেষে গ্রামীণ জনপদের মানুষ নৌকাবাইচ ও ভেলাবাইচে পরিচিত থাকলেও পাতিলবাইচ তাদের কাছে নতুন কৌতূহলের সৃষ্টি করেছে। 

প্রতিযোগীরা জানান, জীবনে প্রথম এমন বাইচে অংশগ্রহণ করতে পেরে খুব ভাল লেগেছে।  এলাকাবাসীকে বিনোদন দেওয়ার লক্ষ্যেই এই মজার পাতিল বাইচ আয়োজন করছেন আয়োজকরা। 

এই প্রতিযোগিতায় ৮০জন প্রতিযোগী অংশ নেন। প্রথম পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল পান অর্জুনা গ্রামের রফিক, দ্বিতীয় পুরস্কার একটি গ্যাস সিলিন্ডার পান মাটিকাটা গ্রামের জিহাদ ও তৃতীয় পুরস্কার একটি রাইস কুকার বিজয়ী জিগাতলা গ্রামের আবু তালেব।  

আয়োজক বিএনপি নেতা আব্দুল হাই জানান, গ্রামের যুবকদের সহযোগিতায় এ আয়োজন করেছি। এতে হাজার হাজার দর্শনাথী আসবে এটা কল্পনাও করতে পারিনি। ভবিষ্যতে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে পাতিল বাইচের আয়োজন করা হবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম