টানেলের ভেতরে উলটে গেল বরযাত্রীবাহী বাস
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে নগরীর পতেঙ্গা থেকে আনোয়ারায় বিয়ের অনুষ্ঠানে আসার সময় কর্ণফুলী টানেলের ভেতর বাস উলটে ১২ বরযাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে আসার পথে টানেলের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফয়সাল (৪৫), ফারুক (৫৩), শাহজাদী (২১), রাণী আকতার (৩১), আরিয়ান (৩), সুশিলা (১৩), সালাহউদ্দিন (৩৫), মনি আকতার (২২), মুনতাসীর উমর (১২)। বাকি আহতদের নাম পাওয়া যায়নি। তবে আহত সবাই চট্টগ্রাম নগরীর পতেঙ্গা নিজাম মার্কেট এলাকার আলী মিয়ার বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে ৩০ জনের মতো বরযাত্রী ছিলেন। এদের প্রায় ১২ জন আহত হয়েছেন। আহত সবাইকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নগরীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিদুওয়ানুল হক জানান, টানেলে বাস দুর্ঘটনায় আহত ৬ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বলেন, একটি বাস পতেঙ্গা প্রান্ত থেকে যাত্রী নিয়ে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে বাসটি উলটে যায়। এ ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। টানেলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
