Logo
Logo
×

সারাদেশ

‘পোলারে বুকে আগলে রাখতে চাইছি, পোলা আমার কাছে থাকে নাই’

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫২ এএম

‘পোলারে বুকে আগলে রাখতে চাইছি, পোলা আমার কাছে থাকে নাই’

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন—তন্ময় চন্দ্র দাস (৯) ও অঙ্কিতা মনি দাস (৪)।

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বরিয়াবহ এলাকা থেকে তন্ময়ের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগের দিন শুক্রবার (৩ অক্টোবর) সকালে একই এলাকার অঙ্কিতা মনি দাসের লাশ উদ্ধার করা হয়। নিহত তন্ময় কালিয়াকৈরের হিজলতলী গ্রামের তাপস চন্দ্র মনিদাসের ছেলে। অঙ্কিতা একই এলাকার প্রভাস মনি দাসের মেয়ে।  

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলী এলাকায় তুরাগ নদে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় নৌকার অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও তন্ময় ও অঙ্কিতা পানিতে তলিয়ে যায়।

নিহত তন্ময়ের বাবা তাপস চন্দ্র মনিদাস শিশুপুত্র হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, পোলাডারে আমি বুকে আগলে রাখতে চাইছিলাম, কিন্তু সে জোর করে নৌকার নিচে বসেছিল। অনেকবার ডাকলেও সে আমার কথা শুনে নাই। এখন ও আমার কাছে রইলো না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম