স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টারে ফার্মাসিস্টের লাশ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শিবগঞ্জের গুজিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট আবদুল মতিনের (৪২) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার বিকালে স্বাস্থ্য কেন্দ্রের দোতলায় স্টাফ কোয়ার্টারের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, প্রাথমিক তদন্তে তিনি হৃদরোগে মারা গেছেন বলে মনে হচ্ছে। এরপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ও স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ফার্মাসিস্ট আবদুল মতিন রাজশাহীর মোহনপুর উপজেলার চকবিরোহী গ্রামের মৃত আবদুল কাদের প্রামানিকের ছেলে। তিনি গত দুই বছর ধরে শিবগঞ্জের গুজিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট পদে কর্মরত। কেন্দ্রের দোতলায় স্টাফ কোয়ার্টারে স্ত্রী ও এক ছেলে নিয়ে বসবাস করতেন। গত ১ অক্টোবর স্ত্রী তার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গেছেন। এরপর থেকে তিনি একাই কোয়ার্টারে আছেন।
রোববার সকালে অফিসের স্টাফরা এসে তার কক্ষে ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। পরে দোতলার জানালা দিয়ে কক্ষের মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। দুপুরে শিবগঞ্জ থানা পুলিশ এসে দরজার সিটকিনি ভেঙে কক্ষে প্রবেশ করে।
বগুড়ার শিবগঞ্জ থানার এসআই রয়েল হোসেন জানান, ফার্মাসিস্ট আবদুল মতিন হৃদরোগ ও অ্যাজমাসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। কক্ষে চিকিৎসার কাগজপত্র এবং ওষুধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে মারা গেছেন। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিকালে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
