সাক্কু-মনিরের সন্ধি, কুমিল্লা-৬ আসনে জটিল সমীকরণ
আবুল খায়ের, কুমিল্লা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা-৬ (আদর্শ সদর-সদর দক্ষিণ) সংসদীয় আসন পুনর্বিন্যাসে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে অনেকটা জটিলতার সৃষ্টি হয়েছে। সাবেক কুসিক মেয়র মনিরুল হক সাক্কু ও মনিরুল হক চৌধুরীর মধ্যে এ আসন নিয়ে সন্ধি হওয়ার গুঞ্জন রয়েছে।
অন্যদিকে আসন পুনর্বিন্যাসে আদর্শ সদরের সঙ্গে সদর দক্ষিণ উপজেলা যুক্ত হওয়ায় সাংগঠনিকভাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বিপাকে পড়েছেন। এ আসনের বাসিন্দা হলেও তিনি দুটি আসনের মনোনয়ন প্রত্যাশা করছেন।
দলের মনোনয়ন নিয়ে বিএনপির চেয়ারপারসনের অপর উপদেষ্টা ও সাবেক সংসদ-সদস্য হাজি আমিনুর রশীদ ইয়াছিনের সঙ্গে তিনি মুখোমুখি অবস্থানে পড়েছেন। এতে এ আসনে চলছে জটিল সমীকরণ।
আসন পুনর্বিন্যাসের ফলে আমিনুর রশীদ ইয়াছিন ও মনিরুল হক চৌধুরী একই আসনের বাসিন্দা হয়ে গেছেন। হাজি ইয়াছিন কুমিল্লা-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী হলেও মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬ ও কুমিল্লা-১০ আসনে মনোনয়ন চাইবেন।
এদিকে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক কুসিক মেয়র মনিরুল হক সাক্কু এবং মনিরুল হক চৌধুরীর মধ্যে সন্ধি হয়েছে। একাধিক মতবিনিময় সভায় এ সন্ধির কথা বলেছেন সাক্কু।
কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরী মনোনয়ন পেলে তিনি নির্বাচন থেকে বিরত থাকবেন। অন্যথায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা সদর আসনে বিএনপির সাংগঠনিক কাঠামো এবং একক আধিপত্য হাজি ইয়াছিনের হাতে। তৃণমূল থেকে দলকে তিনি ঐক্যবদ্ধ করেছেন। এ আসনের সঙ্গে সদর দক্ষিণ উপজেলা যুক্ত হওয়ায় তিনি বাড়তি সুবিধা পাবেন।
কারণ, এ উপজেলায় তার জন্ম এবং এ থেকে তিনি সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে আসন পুনর্বিন্যাসে মনিরুল হক চৌধুরী বিপাকে পড়েছেন। সদর দক্ষিণ, নাঙ্গলকোট ও লালমাই উপজেলা বিএনপিকে তিনি সংগঠিত করেছেন। এ তিন উপজেলায় তিনি শক্তিশালী অবস্থান সৃষ্টি করেছেন। তিনি মূলত সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা।
আসন পুনর্বিন্যাসের আগে তিনি সদর দক্ষিণ-নাঙ্গলকোট-লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১০ নির্বাচনি এলাকার হেভিওয়েট প্রার্থী ছিলেন। এখন তিনি দুইটি আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন।
সার্বিক বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, বিএনপির মনোনয়ন পেতে এবং নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরী বিএনপির মনোনয়ন পেলে আমি নির্বাচন থেকে বিরত থাকতে পারি।
তবে সাক্কু-মনির চৌধুরীর সন্ধিকে গুরুত্ব দিচ্ছেন না হাজি ইয়াছিনের অনুসারীরা। তাদের দাবি, কুমিল্লা-৬ আসনের সব অঙ্গসংগঠন ইয়াছিনের পক্ষে।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, সদর আসনে হাজি ইয়াছিন বিএনপির মূলধারার নেতা। এখানে কোনো সন্ধি গুরুত্ব পাবে না। এখানে বিএনপি ও হাজি ইয়াছিন একই সূত্রে গাঁথা।
