Logo
Logo
×

সারাদেশ

সিলেটে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম

সিলেটে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই

সিলেটে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার রাত পৌনে ১২টার দিকে ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী বিজিত লাল দাস সুবিদবাজারের এসবি কমিউনিকেশনের স্বত্বাধিকারী। তিনি জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাসায় ফিরছিলেন। ফাজিলচিশত এলাকায় পৌঁছালে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে। পরে তারা তাকে মারধর করে সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হাসপাতালে গিয়ে আহত বিজিত লাল দাসের সঙ্গে কথা বলে পুলিশ।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত ছিনতাই কিনা তা যাচাই করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম