ঘুসের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ এনজিও সদস্য আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০১:৪৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে ঘুসের দুই লাখ ৭৬ হাজার টাকাসহ স্থানীয় এক এনজিও সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক ওই এনজিও সদস্যের নাম হাসিব হোসেন। সোমবার (৬ অক্টোবর) বিকেলে যশোর জেলা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের টিম হঠাৎ বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব ও প্রশাসনিক শাখায় প্রবেশ করে। এ সময় সন্দেহজনক কার্যকলাপ দেখে এনজিও সদস্য হাসিব হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে ঘুসের দুই লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন বলেন, গোপন তথ্য ছিল, কাস্টমসের ভেতরে ঘুস লেনদেন চলছে। তথ্যের সত্যতা যাচাইয়ে অভিযান চালিয়ে হাসিব নামে এক এনজিও সদস্যকে ঘুসের টাকাসহ হাতে-নাতে ধরা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে জেরায় নেওয়া হয়। জেরার এক পর্যায়ে শামীমা স্বীকার করেছেন, উদ্ধারকৃত অর্থটি তার জন্যই নেওয়া হচ্ছিল। ঘুসের টাকা শামীমার বলে নিশ্চিত হওয়ার পর তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে বলেন দুদকের উপপরিচালক।
অভিযান শেষে উদ্ধার হওয়া ঘুসের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আটক হাসিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউস দেশের সবচেয়ে ব্যস্ত স্থলবন্দর, যেখানে প্রতিদিন কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে দীর্ঘদিন ধরে অনিয়ম ও ঘুস বাণিজ্যের অভিযোগে আলোচনায় রয়েছে এই বন্দরটি। দুদকের এই অভিযানকে অনেকে ‘দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা’ হিসেবে দেখছেন।
